ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো

ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো এবং চুলের যত্নের বিভিন্ন টিপস নিয়ে থাকছে আজকের আর্টিকেল।আজকের আর্টিকেলটি মূলত ছেলেদের জন্য।চুল পড়া সমস্যার ভুক্তভোগী ছেলে-মেয়ে উভয়ই কিন্তু ছেলেরা একটু বেশি চিন্তিত।ছেলেদের-চুল-পড়া-রোধে-কোন-শ্যাম্পু-ভালোআজকে সম্পূর্ণ আর্টিকেলটি থাকছে ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো,কিভাবে চুলের যত্ন নিতে হবে তাহলে চুল পড়া বন্ধ হবে,চুল পড়া বন্ধের বিভিন্ন কার্যকরী টিপস এবং চুল পড়া কমানোর জন্য কিছু হোমমেড রেমিডি।

পোস্ট সূচিপত্রঃছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো

ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো

বর্তমান সময়ে ছেলেদের চুল পড়া খুবই সাধারণ একটা সমস্যা তবে কিন্তু চিন্তার বিষয় রয়েছে।চুল পড়া বিভিন্ন কারণ রয়েছে যেমনঃআনহেলদি লাইফ স্টাইল,মেন্টালি ডিপ্রেসড ও নানারকম ভুল হেয়ার প্রোডাক্ট ব্যবহার করার ফলে চুল পড়ে যায়। তাই ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো এটি জানা খুবই গুরুত্বপূর্ণ।ছেলেদের চুলের একটু বেশি যত নেয়া উচিত কারণ বেশিরভাগ টাইম তারা বাইরে থাকে এতে চুলে অনেক ধুলাবালি, ময়লা জমে।চুলের ধারণ এবং চুলের পরিস্থিতি দেখে শ্যাম্পু নির্বাচন করতে হবে।

ছেলেদের চুলের জন্য বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু রয়েছে।যেগুলো মূলত ছেলেদের জন্যই প্রস্তুত করা হয়। যেমনঃPantine,Head and Sholders,Lorieal Men,Gurnier formula ইত্যাদি। চুল পড়া রোধ করতে সালফেট ও প্যারাবেন ফ্রি শ্যাম্পু ব্যবহার করা উচিত কারণ এসব শ্যাম্পু চুলের স্কাল্পকে পুষ্টি যোগাই। আবার এইসব শ্যাম্পুর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স এবং বায়োটিন থাকলে চুল গজাতেও সাহায্য করে। চুলের ক্ষতি কমাতে শ্যাম্পুর পাশাপাশি ন্যাচারাল হেয়ার অয়েল যেমন অর্গানিক ও নারিকেল তেল ব্যবহার করা যেতে পারে।

ছেলেদের চুল পড়ার মূল কারণ কি

আবার অনেক সময় জেনেটিক্যাল কিছু সমস্যা থাকে এর কারণে মাথার চুল পড়ে যায় এর জন্য অবশ্য ট্রিটমেন্ট নেয়া উচিত। আবার কিছু সময় রয়েছে যে যেসব শ্যাম্পু ব্যবহার করা হয় শ্যাম্পুর উপাদানের তারতম্যের কারণে মাথার চুল পড়ে।এজন্য ছেলেদের চুলের শ্যাম্পু ব্যবহার করার পূর্বে অবশ্যই তার চুলে ধরন অনুযায়ী অর্থাৎ তার চুলের জন্য কোন শ্যাম্পুটা উপযুক্ত সেটা বাছাই করে চুলে ব্যবহার করতে হবে। এছাড়া চুল পড়ার সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়।

ছেলেদের চুল পড়া রোধে বেস্ট শ্যাম্পু কোনটি

ছেলেদের চুল পড়া রোধ করার জন্য বর্তমান সময়ের বেস্ট শ্যাম্পু হল Clear Men Anti-Hair Fall Shampoo।এটি মূলত ছেলেদের চুল ও স্কেলের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।কারণ এতে টিউরিন এবং জিংসেন এক্সট্র্যাক্ট থাকে যা চুলকে গোড়া থেকে শক্ত রাখতে সাহায্য করে।এই শ্যাম্পু টি চুলে নিয়মিত ব্যবহার করার ফলে চুল পড়া অনেক অংশ কমে যায় এবং চুল অনেক ঘন এবং স্বাস্থ্য উজ্জ্বল দেখায়।ছেলেদের চুল পড়া রোধের বেস্ট শ্যাম্পু হিসেবে এটি প্রথম তালিকায় রয়েছে।

আরো পড়ুনঃচন্দন ক্রিম ব্যবহারের নিয়ম-চন্দন ক্রিম ব্যবহারের উপকারিতা

এই শ্যাম্পুতে সালফেট এবং অন্যান্য কেমিক্যাল এর পরিমাণ কম পরিমাণে ব্যবহার করা হয় এর ফলে চুলে যখন এটি ব্যবহার করা হয় চুল শুষ্ক হয়ে যায় না।চুলে হালকা ম্যাসাজ করার ফলে রক্ত সঞ্চালন বাড়ে এর ফলে চুলের বৃদ্ধি হয়।এ শ্যাম্পুতে থাকা ভিটামিন এবং প্রোটিন চুলের কোষ গুলোকে ভেতর থেকে শক্ত এবং মজবুত করে।এই শ্যাম্পু ব্যবহার করার ফলে চুলের খুশকি কমে যায়।এই শ্যাম্পু টি সহজলভ্য হওয়ায় যে কেউ কিনতে পারে।চুলকে স্বাস্থ্যজ্জ্বল রাখতে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার মাথায় ব্যবহার করতে হবে।

ছেলেদের চুলের জন্য সেরা পাঁচটি শ্যাম্পু

ছেলেদের চুল এর স্বার্থ ঠিক রাখতে,চুল পড়া বন্ধ করতে,খুশকি,রুক্ষতা এবং পাতলা ভাব দূর করতে সঠিক শ্যাম্পুর নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায় কিন্তু সব শ্যাম্পু চুলের জন্য উপকারী নয় কিছু শ্যাম্পু রয়েছে যেগুলো চুলে ব্যবহারের ফলে চুল পড়া রোধ করার বদলে চুল আরো বেশি ঝরে পড়ে।এর কারণ হলো শ্যাম্পুতে থাকা উপাদান যা চুলের সাথে সামঞ্জস্য নয়।এজন্য শ্যাম্পু বাছাই করার ক্ষেত্রে অবশ্যই নিজে চুলের উপর ভিত্তি করে শ্যাম্পু বাছাই করতে হবে।
ছেলেদের-চুলের-জন্য-সেরা-পাঁচটি-শ্যাম্পু
 নিচে ছেলেদের চুলের জন্য সেরা ৫ টি শ্যাম্পু নিয়ে আলোচনা করা হলো। যেমনঃ
১।Clear Men Anti Hair-Fall Shampoo:এ শ্যাম্পু টি চুলে নিয়মিত ব্যবহার করার ফলে চুল পড়া কমায় এবং মাথার স্কাল্প পরিষ্কার রাখে।এই শ্যাম্পুটি মূলত ছেলেদের ব্যবহার করার জন্যই বানানো হয়।এই শ্যাম্পুঁটিব্যবহার করার ফলে চুলের খুশকি সমস্যা থেকেও সমাধান পাওয়া যায়।

২।Nizoral Shampoo:এই শ্যাম্পু টি তাদের জন্য বেশি উপযোগী যাদের মাথায় খুশকি এবং স্কেল ইনফেকশন রয়েছে. কারণ এ শ্যাম্পুতে থাকা কিটোকেনাজল নামে একটি উপাদান থাকে যা মাথার ফাঙ্গাল ইনফেকশন গুলোকে দূর করে এবং চুল পড়া কমায়।

৩।Tsubaki Shampoo:এই শ্যাম্পু টি হল জাপানি ব্র্যান্ডের।এ শ্যাম্পুর মধ্যে রয়েছে ক্যামেলিয়া ওয়েল যাচলে ব্যবহার করার ফলে চুলের একদম গভীরে প্রবেশ করে যা চুলের ময়শ্চারাইজার যোগায় এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে

৪।Tresemme:এ ব্যান্ডের সকল শ্যাম্পু গুলো খুবই উন্নতমান এর।এই শ্যাম্পু চলে ব্যবহারের ফলে চুলকে অত্যন্ত মসকিন এবং চকচকে করে দেয়। এই শ্যাম্পুতে থাকা কোকোনাট মিল্ক ও অ্যালোভেরা দুটি প্রাকৃতিক উপাদান থাকে যেগুলো চুলকে একদম ভেতর থেকে পুষ্টি যোগায় এবং ময়শ্চেরাইজড করে। 

৫।Olaplex Shampoo:এই শ্যাম্পু টি মূলত তৈরি করা হয় ব্রন্ড এবং কালার্টেডযুক্ত চুলের জন্য। এর শ্যাম্পুর মধ্যে রয়েছে প্যাটেন্ডেড বন্ড বিল্ডিং টেকনোলজি।এই শ্যাম্পু তুলে নিয়মিত ব্যবহারের ফলে চুলের ভাঙ্গা রোধ করে, চুলকে করে তোলে মসৃন এবং স্বাস্থ্যজ্জল।

চুল পড়া রোধ করতে শ্যাম্পুর কার্যকারিতা

সাধারণ মানের শ্যাম্পু যদি চুলে ব্যবহার করা হয় এতে চুল শুধুমাত্র পরিষ্কার হয় কিন্তু যদি চুলের বৈশিষ্ট্য অনুযায়ী ভালো মানের শ্যাম্পু ব্যবহার করা হয় এতে চুল সুন্দর থাকে এবং মজবুত হয়। বায়োটিন ও কেরাতিন যুক্ত শ্যাম্পু তুলে ব্যবহার করার ফলে চুল গোঁড়া থেকে শক্ত ও মজবুত হয় কারণ এতে থাকা প্রোটিন চুলের কোষগুলোকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে ভালো মানের শ্যাম্পু চুলে ব্যবহার করার ফলে নতুন চুল গজাতে সাহায্য করে পাশাপাশি ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পেতে সহায়তা করে।

চুলের ধরন অনুযায়ী শ্যাম্পুর ব্যবহার

চুল পড়া কমানোর জন্য অনেক সময় শ্যাম্পু যথেষ্ট নয়লের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করা উচিত কারণ ভুল শ্যাম্পু ব্যবহার করার ফলেই চুল ঝরে পড়ে।সব ছেলের মাথার চুল এর ধরন এক কি নয়। নিচে চুলের ধরন অনুযায়ী শ্যাম্পুর ব্যবহার নিয়ে আলোচনা করা হলো।
  • শুষ্ক চুলের জন্যঃচুল রুক্ষ ও শুষ্ক হলে চুলের গোড়া থেকে ভেঙে যায় এ সমস্যা সমাধানে          ব্যবহার করুন অর্গান হেয়ার অয়েল,কোকোনাট হেয়ার অয়েল কিংবা সিয়া বাটার সমৃদ্ধ শ্যাম্পু এগুলো ব্যবহারের ফলে চুলের রক্ষভাবে চলে যায় এবং চুলকে মসৃণ করে।
  • তৈলাক্ত চুলঃ তৈলাক্ত চুল ধোয়ার পার খুব দ্রুত তেলতেলে হয়ে পড়ে। মাথায় তেলের স্তর জমে ও ভারী অনুভব হয় এর ফলে চুলের গোড়ায় চিটচিটে অনুভূত হয়। এর জন্য উপযুক্ত শ্যাম্পু হল ট্রি বা অয়েল কন্ট্রোলিং উপাদান যা চুলের অতিরিক্ত তেল শুষে নিয়ে স্কাল্প পরিষ্কার রাখে এবং চুলকে ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালোফ্রেশ অনুভূতি দেয়।
  • পাতলা চুলঃ পাতলা চুলে সমস্যার সমাধানে বায়োটিন,কোলাজেন যুক্ত শ্যাম্পু ব্যবহার করা উচিত কারণ এগুলো চুলকে ঘন করতে এবং চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে।
  • ডেমেজ হেয়ারঃ হিট স্টাইলিং, কেমিক্যাল ট্রিটমেন্টের কারণে চুল অনেক সময় ড্যামেজ হয়ে যায় এতে চুল রুক্ষ এবং ছত্রাকযুক্ত হয়ে পড়ে।এ সমস্যা থেকে সমাধান পেতে কেরাটিন এবং প্রোটিন ইনফিউজ শ্যাম্পু ব্যবহার করা উচিত যা চুলের রিপেয়ার করে চুলের ভাঙ্গা রোধ করে এবং চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করে তোলে।
  • কালার হেয়ারঃঅনেকে তুলে কালার ব্যবহার করে চুলে কালার ব্যবহার করার ফলে চুল শুষ্ক হয়ে যায় এবং এর সাথে চুলের রংও দ্রুত ফেড হয়ে যায় এর সমস্যার সমাধানে কালারস সেভ এবং সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করা উচিত এতে চুলের রঙ দীর্ঘস্থায়ী হয় এবং চুলকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে রক্ষা করতে ভূমিকা রাখে। 

চুল পড়া কমাতে কতটুকু শ্যাম্পু ব্যবহার করা উচিত

অতিরিক্ত কোন কিছুই ভালো নয় ঠিক চুলের ক্ষেত্রেও একই নিয়ম।পরিমাণ মতো ব্যবহার করার ফলে ভালো একটা ফলাফল পাওয়া যায় অতিরিক্ত ব্যবহার করার ফলে ভালোর চেয়ে খারাপটাই বেশি হয়। বেশি পরিমাণ শ্যাম্পু ব্যবহার করলে স্কাল্প থেকে অতিরিক্ত তেল ভাব চলে যায়।এজন্য এক টেবিল চামচ পরিমাণই যথেষ্ট মাঝারি ধরনের চুলের জন্য।ন্যাচারাল শ্যাম্পু যদি হয়ে থাকে তাহলে অনেক কম পরিমাণেও কাজ হয়।
চুল-পড়া-কমাতে-কতটুকু-শ্যাম্পু-ব্যবহার-করা-উচিত
প্রথমে হাত ভিজিয়ে নিতে হবে তারপর হাতে শ্যাম্পু নিয়ে শ্যাম্পু ফোম করতে হবে।এরপর মাথায় লাগে ভালো মতন মাসাজ করতে হবে।নিয়মিত সপ্তাহে দুইবার অন্তত শ্যাম্পু ব্যবহার করতে হবে এতে ভালো ফলাফল বোঝা যাবে যে চুল পড়া কমছে কিনা।চুলে শ্যাম্পু লাগানোর ফলে স্কেলপের রক্ত চলাচল বেড়ে যায় যার ফলে চুলকে ভেতর থেকে মজবুত করে এবং ন্যাচারাল শ্যাম্পু হলে ত্বকের ইরিটেশনও কম হয়। 

বেশি চুল পড়ার কারণ হিসেবে ভুল শ্যাম্পুর ব্যবহার

ছেলেরা অনেক সময় জেলি এবং কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ব্যবহার করে ফলে সব শ্যাম্পু ভাবে মাথায় যে তেল থাকে তা তুলে দে এর ফলে চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় এবং চুল গোড়া থেকে দুর্বল হয়ে পড়ে। শ্যাম্পুতে থাকা উপাদান যদি ভালো না হয় এর ফলে চুল বেশি পড়ে।কিছু সস্তা কম দামি শ্যাম্পু রয়েছে যেগুলোতে রাসায়নিক এর পরিমাণ খুব বেশি পরিমাণে থাকে যেগুলো ত্বকের জন্য খুবই ক্ষতিকর এবং এর প্রভাবে চুল অতিরিক্ত পরিমাণে পড়ে যায় এজন্য ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো।

এগুলো বিবেচনা করে শ্যাম্পু নেয়া উচিত।আবার খুব ঘনঘন যদি চুলের শ্যাম্পু করা হয় তো অনেক সময় সমস্যা দেখা দেয়।শ্যাম্পুর পর চুলে সাধারণত কন্ডিশনার ব্যবহার করা উচিত এতে চুল সফ্ট এবং সিল্কি থাকে।কন্ডিশনার ব্যবহার না করার ফলে চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় এর ফলে চুল ভেঙ্গে যায়।দেশী এবং ন্যাচারাল উপাদান ছাড়া যদি কোন শ্যাম্পু নেয়া যায় এসব শ্যাম্পুতে কেমিক্যাল এর পরিমাণ অনেক বেশি থাকে এর ফলে চুলের অনেক ক্ষতি হয় এজন্য শ্যাম্পু কেনার আগে অবশ্যই দেখে বুঝে নিতে হবে।

চুল পড়া কমানোর জন্য হোমমেড রেমিডি

চুল পড়া কমানোর জন্য অনেক সময় শ্যাম্পু যথেষ্ট নয় হোমমেড রেমিডি অনেক কাজ করে থাকে। নারিকেল তেল দিয়ে মাথা হালকা ম্যাসাজ করতে হবে কারণ মেসেজ করার ফলে রক্ত চলাচল বৃদ্ধি পায় আবার চুলে ডিম/দুধ/আলু/মেথি পেস্ট করে চুলের গোড়ায় প্রতি যোগায় এর ফলে চুল গোড়া থেকে মজবুত হয়।চুলের এইসব যত্ন নেয়ার পাশাপাশি ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে।


বাদাম,দুধ,ডিম,সবুজ শাকসবজি যা চুলের স্বাস্থ্য ভালো রাখে।এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি ও ঘুম দরকার ঘুম দরকার।কারণ মানসিক চাপের ফলে চুল পড়ে যায় শ্যাম্পুর পাশাপাশি এই হোমমেড রেমেডি গুলো সম্পূরক হিসেবে কাজ করে।শ্যাম্পু ব্যবহারের সাথে সাথে এই রেমিটি গুলো ব্যবহার করলে চুল পড়া নিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদি সাহায্য করে।

শেষ কথাঃ ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো

ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো, কিভাবে চুলের যত্ন নেয়া উচিত এগুলো নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে।চুল পড়া রোধের জন্য অনেক ভালো শ্যাম্পু রয়েছে যেগুলো ব্যবহার করলে চুল পড়া থেকে পরিত্রাণ পাওয়া যায়। পাশাপাশি নিজের চুলের যত্ন নেওয়া উচিত। কতগুলো কারণ রয়েছে যেগুলোর কারণে চুল পড়ে যায় সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।

বর্তমান সময়ে আমরা যেসব শ্যাম্পু ব্যবহার করি প্রায় সব শ্যাম্পুতেই কেমিক্যালের পরিমাণ অনেক বেশি থাকে অনেক ভালো ব্রান্ডের শ্যাম্পু আছে যেগুলোতেও কেমিক্যাল থাকে এর কারণে চুল পড়ে। এজন্য ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করার পাশাপাশি কিছু হোমমেড রেমেডি ব্যবহার করা উচিত। এ ধরনের আরও আর্টিকেল আমার ওয়েবসাইট"আর্টিকেল সূত্রার"সাথে যুক্ত থাকুন।  



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর্টিকেল সুত্রার নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url